বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকার টার্মিনাল রোডে অবিস্থিত স্ক্যানিং মেশিনের সন্মুখে রাখা ভারতীয় পন্যবাহী ট্রাক হতে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
ভারতীয় পন্যবাহী ট্রাক ( ডাব্লু বি ৭৫-এ৫১৭৫ নং )হতে উদ্ধার হওয়া মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেঁজি গাঁজা,বিপুল পরিমান বাজি,ঔষধ ও প্রসাধনী সামগ্রী।
যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ভারত হতে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক হতে পরিত্যাক্ত অবস্থায় মাদকদ্রব্যের চালান উদ্ধারের সত্যতা গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন ভারতীয় ট্রাকে কি ভাবে মাদকের চালান আসলো তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষ্যে চিহ্নিত করে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান যশোর জেলা পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost