হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে বর্ডারগার্ড বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৮পিচ সোনার বার সহ আক্তারুল (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। সে শার্শা উপজেলার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।
বিজিবি জানান, খুলনা ব্যাটালিয়ন ( ২১ বিজিবি ) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের টহল দল মসজিদবাড়ী চেকপোষ্ট এলাকা পাকা রাস্তার উপর নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার যাহার ওজন ২কেজি ৮০গ্রামঃ সহ আকতারুল কে আটক করে। আটককৃত স্বর্ণের বাজার দর সিজার মুল্যো ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost