বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পৌরসভার ছোঁট আচড়া গ্রামের পূর্বপাড়ায় গভীররাতে গোয়াল ঘরে অগ্নিকান্ডে পুড়ে গবাদীপশুর মৃত্যু ঘটেছে।এ ঘটনায় ১লাখ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন গবাদী পশুর মালিক কেসমত ঢালী।
ক্ষতিগ্রস্থ কেসমত ঢালী ছোট আচড়া গ্রামের মোঃ তাজ্জেল ঢালীর ছেলে ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহসভাপতি ঈদ্রিস আলী ঈদুর ভাই।
অগ্নিকান্ড ঘটনায় ১টি গরুর বাছুর,২টা ছাগল,কবুতর ও ১টি গাভী সম্পূর্ন রুপে ভস্মিভূত হয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয় বলে নিশ্চিত করে ভূক্তভোগী পরিবার। গোয়াল ঘরে রাখা গ্লোবের আগুন হতেই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে আরো জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost