
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় অজ্ঞাত হামলায় ১৯ মিলিটারি পুলিশসহ ২০ জন নিহত হয়েছেন।একে কাপুরুষোচিত এবং বর্বর হামলা বলে নিন্দা জানিয়েছে দেশটির সরকার।
সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ২০১৫ সালের পর বুরকিনা ফাসোর নিরপত্তা বাহিনীর উপর বড় ধরনের হামলা বেড়ে গেছে। এই হামলার দু'দিন আগে আফ্রিকার মালি এবং নাইজারে সন্ত্রাসী হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত হন।
আফ্রিকার এই ত্রি-সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। জঙ্গিগোষ্ঠী আইএস ও আল-কায়েদা আধিপত্য বিস্তার করে আসছে। এই গোষ্ঠীগুলোকে মোকাবিলায় পশ্চিমাদেশের সেনারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost