এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: জলবায়ু পরিবর্তন ও উপকূলের লোকায়ত চর্চা বিষয়ক ইউনিয়ন ভিত্তিক পরিকল্পনা কর্মশালা শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর )উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এ কর্মশালার আয়োজনে কর্মশালায় বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সবুজ সংহতির সদস্য রণজিৎ বর্মন, বুড়িগোয়ালীনী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মাহতাব উদ্দিন সরদার,মহিলা ইউপি সদস্যা মাছুরা পারভীন প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, কৃষি উপসহকারী, এবং পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের সদস্যরা।কর্মশালার শুরুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ে আলোচনা করেন সাংবাদিক বিল্লাল হোসেন। তিনি বলেন, “আমাদের চিন্তা ও কাজের ধরনে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র সেমিনার বা আন্দোলনে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব কাজে রূপ দিতে হবে।
ব্যাঙ,শামুক, ঝিঝি প্রভৃতি জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এগুলো রক্ষা করতে হলে অপরিকল্পিত কাঁকড়া প্রজেক্ট বন্ধ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের পরামর্শ কাজে লাগিয়ে জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগকে সম্প্রসারণ করতে হবে,যাতে প্রাণ ও প্রকৃতি টিকে থাকে।
পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দলের সদস্য কণিকা রাণী মণ্ডল বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিক্ষেত্রে টিকে থাকতে আমাদের নানা কৌশল অবলম্বন করতে হচ্ছে। এজন্য রিং পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, বস্তা পদ্ধতি, স্যালাইন পদ্ধতি, মাচা পদ্ধতি ও বেড পদ্ধতি—এমন নানা উদ্ভাবনী কৃষি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষি উপসহকারী জামাল হোসেন বলেন, “উপকূলের কৃষি এখন এক চ্যালেঞ্জের মুখে। স্যালাইন পানির প্রভাব, অনিয়মিত বৃষ্টি, ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় কৃষক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় লোকজ জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনমূলক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক কর্মকর্তা বরষা গাইন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost