স্টাফ রিপোর্টার :: পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয় মাঠ দখল করে স্থাপনা নির্মান পরিকল্পনা করার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানব বন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, সহকারী জহিরুল ইসলাম, শেখর মজুমদার, দশম শ্রেনীর ছাত্রী শান্তা ঘোষ, এসএসসি পরীক্ষার্থী মুরাদ হোসেন প্রমূখ।
বক্তারা বলেন চিরাপাড়া ইউনিয়নে এটি একমাত্র খেলার মাঠ যেখানে আন্ত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগীতার একমাত্র ভেন্যু। বিদ্যালয়ের মাঠ সংকুলন করে অন্য কোন স্থাপনা এখানে করতে দেওয়া হবেনা। বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে প্রয়োজনবোধে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে শিক্ষার্থী ও শিক্ষকরা হুশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost