সাহিদুল ইসলাম শাহীন:: যশোরের শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১৬পিস স্বর্ণেরবারসহ জনি (৪০) নামের স্বর্ণ পাচারকারী আটক হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
গোগা বিওপি সূত্রে জানা যায়,সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে এমন সংবাদে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা গোগা এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে জনি নামের ঐ স্বর্ন পাচারকারীকে আটক করা হয়।
পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান স্বর্ণ উদ্ধারসহ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত জানান,স্বর্ণেরবারসহ আটককৃতকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost