সাহিদুল ইসলাম শাহীন :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে যশোরের শার্শা সীমান্তে ৩০পিস স্বর্ণেরবারসহ আশিকুর রহমান ( ৩২) নামের এক স্বর্ণপাচারকারী আটক হয়েছে। আটককৃত বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২১বিজিবির একটি টহল দল বালুন্ডা বাজারে অভিযান চালিয়ে ঐ স্বর্ণপাচারকারীকে আটক করেন। এসময় তার কাছে থাকা বাজারের প্যাকেটের ভিতর লুকিয়ে রাখা ৩ কেজি৪৯৮ গ্রাম ওজনের ৩০পিস স্বর্ণেরবার উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা বলে বিজিবি আরো জানাই।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান স্বর্ণ উদ্ধারসহ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,স্বর্ণসহ আটককৃতকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost