
বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল চেকপোস্ট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এসএফকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মিস্টি উপহার দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,বিজিবির পক্ষ হতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উভয় বাহিনীর সদস্যরা কুশল বিনিময় করেছেন বলে আরো জানান তিনি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন সীমান্ত পাহারায় নিয়োজিত দুই দেশের দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক সুঢৃঢ় করতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের মাঝে মিস্টিসহ বিভিন্ন উপহার আদান-প্রদান করে থাকে।
এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তে আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মিস্টি পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost