বান্দরবানের লামা উপজেলায় বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া চারটি গরু মারা গেছে নিহতরা হলেনবাঙালি পাড়ার মৃত মোঃ ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৫০ ) ও মৃত মোঃ নবী হোসেনের ছেলে শহিদুল ইসলাম ( ২২)।
ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, রাতে এনাম ও শহিদুল বাগান পাহারা দেওয়ার জন্য গাছের ওপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে। এ সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন।স্থানীয়রা জানায়, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গাছের ওপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহারা দেন তারা।
লামা থানার ওসি ( তদন্ত ) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost