স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরা সীমান্তে বর্ডারগার্ড সদস্যদের অভিযানে সাতক্ষীরা হতে অস্ত্রসহ মোঃ বদরুজ্জামান ( ৩৪ )নামের এক যুবক আটক হয়েছে। আটককৃত সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়,মাদরা ওিপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে অস্ত্র গোলাবারুদ সহ বদরুজ্জামানকে আটক করেন। এ সময় ১লাখ ২শো টাকা মূল্যের ১টি বিদেশী পিস্তল,১ রাউন্ড গুলি,১০হাজার টাকা মূল্যের ১টি দেশীয় পিস্তল ও১ রাউন্ড গুলি উদ্ধার হয়।
আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক ধৃতকে কলারোয়া থানায় সোপার্দঙ করা হয়েছে বলে আরো জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost