বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের বাসের বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় শিশুসহ আরো তিন জন আহত হয়েছেন।
নিহতরা হলেন—বাবুগঞ্জের মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫) ও একই গ্রামের পলি বেগম (৫০)। আহতরা হলেন—পলির মেয়ে রাফিয়া, ভ্যানচালক জয়নাল ও তাওহীদ। তারা একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস রহমতপুর সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফজলুল ও পলি। আহত হন ভ্যানের তিন যাত্রী। দুর্ঘটনার পর গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কমলেশ চন্দ্র হালদার জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করে বাস জব্দ করা হয়েছে ও লাশ ২টি মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost