খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়ির তরুণ ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও খেলাধুলার চর্চা আরও বেগবান করতে অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
শুক্রবার ( ২৮ নভেম্বর ) সকালে খাগড়াছড়ি জোন সদর মাঠ প্রাঙ্গণে সেনা রিজিয়নের উদ্যোগে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়।
প্রীতি ম্যাচ শেষে তিনটি বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের হাতে ব্যাট, বল, স্টাম্প, উইকেট, গ্লাভসসহ নানা ধরনের মানসম্মত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এতে অংশ নেওয়া শতাধিক তরুণ ক্রিকেটার ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম বলেন,“তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী বরাবরই পাহাড়ি এলাকার তরুণদের সম্ভাবনা ও প্রতিভা বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,এ ধরনের আয়োজন শুধু খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ায় না, বরং তাদের জাতীয় পর্যায়ে খেলার অনুপ্রেরণাও জোগায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার ( জিটুআই )কাজী মোস্তফা আরেফিন ,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম,জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।এ ছাড়াও সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করে নিজেদের আরও দক্ষ করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনেকেই জানান,সেনাবাহিনীর এ ধরনের সহায়তা তাদের খেলাধুলায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost