স্টাফ রিপোর্টার :: বগুড়ায় সাজু মিয়া ( ৪৪ ) নামে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজু বগুড়া সদরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।তিনি শহরের বড় কুমিরা এলাকায় বসবাস করতেন।
বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত ) জাহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাজু।পরে ভ্যানটি গ্যারেজে জমা দিলেও নিখোঁজ থাকে সাজু।
নিহত সাজু মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের আসরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost