আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল,৬টি পেট্রলবোমা ও বস্তা ভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে কি পাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ সেখান থেকে ৮টি ককটেল, ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেল, পেট্রলবোমা ও লাঠির বস্তা উদ্ধার করা হয়েছে।তবে কোনো অপরাধীকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost