খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত চার নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে চার নেতাকর্মী আহত হন।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি জানান,আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর রাতভর শহরে বিএনপির নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost