কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু মৃত্যু হয়েছে।পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জোনায়েদ ( ৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবা
স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়,দুপুর ১২ টার দিকে শিশু জোনায়েদ সহ পাঁচ শিশু নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় জোনায়েদ পুকুরের পানিতে ডুব দেন। অনেক সময় ধরে তাকে উঠতে না দেখে সঙ্গে থাকা বাকি শিশুরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়।
পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিকাশ চন্দ্র মজুমদার তাকে মৃত্য ঘোষনা করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শাখাওয়াত হোসেন জানান, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost