খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পাহাড় কেঁপে উঠেছিল চারদিনের লাগাতার অবরোধে। রাস্তায় গড়িয়েছিল অস্থির সময়, থেমে গিয়েছিল জনজীবনের স্বাভাবিক ছন্দ। অবশেষে পরিস্থিতি কিছুটা প্রশমিত হলো।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর )রাত ৯টায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
তাদের ভাষায়, “দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।”
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতা একের পর এক কর্মসূচি ঘোষণা করে। অবরোধ ছিল তারই অংশ,যা পাহাড়ের জনজীবনকে কার্যত অচল করে তোলে।
সোমবার জেলা প্রশাসকের আহ্বানে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে অংশ নেন জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল। সেখানে তারা আট দফা দাবি উত্থাপন করেন। দাবি সমূহের মধ্যে ছিল—দ্রুত অপরাধীদের গ্রেপ্তার,ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, ন্যায্য তদন্ত নিশ্চিতকরণ ও নিরাপত্তা প্রদান।
বৈঠক শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে জানানো হয়, অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা শিথিল করা হবে।
জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে, গুইমারায় সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্তে জেলা প্রশাসনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরপর মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল,গুইমারার ইউএনও আইরিন আক্তার এবং থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।
“প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আমরা ঘোষণা করছি যে, ৫ অক্টোবর অথবা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত করা হলো।”
অবরোধ স্থগিতের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তবে পাহাড়ি জনপদে এখনো শঙ্কা কাটেনি। স্থানীয়দের একটাই প্রত্যাশা—প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা করবে এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা আর ঘটবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost