ঢাকায় চলচিত্রের সাড়াজাগানো অভিনেত্রী পরীমনি অবশেষে পুত্র সন্তানের মা হলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। তিনি জানিয়েছিলেন,মেয়ে হলে নাম রাখবেন রানী আর ছেলে হলে রাজ্য।
মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন জানিয়ে এই অভিনেতা বলেন,সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের জন্য দোয়া করবেন।
গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost