
স্টাফ রিপোর্টার :: পরিবহনে ইয়াবাপাচার কালে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )-এর টেকনাফ ব্যাটালিয়ন সদস্যদের হাতে ৩,০৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ০১টি বাস জব্দ ও বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পার আটক হয়েছে।
বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বিজিবি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩,০৬০ ( তিন হাজার ষাট ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, জ্বদকৃত বাস ও আটককৃতদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost