স ম জিয়াউর রহমান ( চট্টগ্রাম )জেলা প্রতিনিধি ::শুক্রবার ( ১০ অক্টোবর ) সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত পটিয়ার কুসুমপুরাস্থ মক্কা ম্যানশন প্রাঙ্গনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপোলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অত্র এলাকার স্বনামধন্য লায়ন হাজী মোঃ নুরুল আলমের সহযোগিতা এবং অভ্যার্থনায় বিনামূল্যে চক্ষু শিবির,চক্ষু চিকিৎসা, বিনামূল্যে চশমা বিতরণ,রক্ত চাপ পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষা এবং ডায়াবেটিস সচেতনতা, ডেঙ্গু এবং চিকনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা,এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ,কুসুমপুরা হাই স্কুলের এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান সহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি ৪ এর জেলানগভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজারস লায়ন মনোয়ারা বেগম,লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, জি এস টি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, আর সি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, জেড সি কনসার্নস লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন চৌধুরী।
এছাড়া ক্লাব লিডার্সদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইন্জিনিয়ার মোঃ মনির হোসেন পাটোয়ারি, লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন হাজী মোঃ নুরুল আলাম, লায়ন সাজ্জাদ হোসেন টিপু, লায়ন ইসমত আরা ইসলাম, লায়ন মোঃ আব্দুল্লাহ আল মামুন, লায়ন আহমদ নূর, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ইঞ্জিনিয়ার নুরুল আবসার আজাদ, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন ফরহাদ মোস্তফা, লায়ন ডাঃ নিজামউদ্দিন, লায়ন খালেদ রিসাদ, লায়ন এনায়েত হোসেন, লায়ন সেকান্দর সহ আরো অনেকে।
উল্লেখ্য যে,এই আয়োজনে লায়ন সাজ্জাদ হোসেন টিপুর সঞ্চালনায় ডেঙ্গু ও চিকুন গুনিয়া সচেতনতা,শিশু ক্যানসার সচেতনতা, প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন ও পরিবেশ সচেতনতার উপর সেমিনার পরিচালনা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী।
এছাড়াও ডায়বেটিস সচেতনতা ও চোখের বিশেষ যত্নের উপর সেমিনার পরিচালনা করেন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী।এই সার্বিক আয়োজনে সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের লিও বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost