সিনিয়র রিপোর্টার :: যশোর র্যাব-৬ এর চৌকস দলের অভিযানে নড়াইল জেলার সিঙ্গিয়া এলাকা হতে অপহরণ হওয়া নাবালিকা উদ্ধার সহ সাগর মোল্লা (২২) নামের অপহরণকারী গ্রেফতার হয়েছে। সে নড়াইল জেলার সিঙ্গিয়া চরপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্যার ছেলে।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ৪মে ২০২২তারিখে ধৃত আসামী সাগর মোল্লা ও তার সহযোগীরা এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিযে যায়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
যাহার মামলা নং-৬ ও তারিখ ৬-৫-২০২২ইং।ঘটনার পর হতেই যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাকিতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ইমে নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন মিঠাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ এজাহারনামীয় আসামী সাগর মোল্যাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ভিকটিম ও আসামী সাগর মোল্যাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost