বাংলাদেশিদের ই-ভিসা দেওয়া শুরু করেছে নেপাল।এখন থেকে ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন ( ইটিএ ) দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,নেপাল ভ্রমণের জন্য আবেদনকারীদের এখন আর ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রোববার থেকে দূতাবাস অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে।
ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ইটিএ দিলেও ভিসার আবেদনের প্রক্রিয়াসহ অন্যান্য পূর্বশর্ত, যেমন- সশরীরে পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost