নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একি পরিবারের ৩ জনসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার ( ৮ ডিসেম্বর ) সকাল ৮টার দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার তথ্য সূত্রে জানা যায়,ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন আসলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে হতাহতের শিকার হন।
নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বউবাজার এলাকায় রেল লাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost