জেমস আব্দুর রহিম রানা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে সারাদেশের থানাগুলোর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার( ২ ডিসেম্বর )দুপুরে রাজধানীর পুলিশ সদর দফতরে প্রথমবারের মতো স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে জেলা পর্যায়ের ৫২৭টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি )পদায়ন করা হয়।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে এমন পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের ইতিহাসে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মূল্যায়ন করছেন প্রশাসনিক কর্মকর্তারা।
জানা গেছে,লটারির আগে সারাদেশের ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ,দক্ষ,নিরপেক্ষ ও পেশাদার কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। এরপর এসব তালিকা থেকে খোলামেলা লটারির মাধ্যমে নতুন ওসিদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের সম্ভাবনা কমাতে এবং ন্যায্যতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশের মতে,স্বচ্ছতার এমন নজির ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনে ভূমিকা রাখবে। সারা দেশে বর্তমানে থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি থানা এবং মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১১০টি থানা। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলো লটারির আওতায় রাখা হয়নি।
সংশ্লিষ্ট মহানগর পুলিশ কমিশনারদের মাধ্যমে এসব থানায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানায়,লটারি কেবল জেলা পর্যায়ের থানাগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে,যাতে রাজনৈতিক,প্রশাসনিক বা ব্যক্তিগত প্রভাবমুক্তভাবে দায়িত্ব বণ্টন করা যায়।
লটারিতে খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার নয় থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। যশোর কোতয়ালি থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহম্মেদ। অভয়নগর থানায় এস এম নূরুজ্জামান,শার্শা থানায় মারুফ হোসেন,বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান,বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন,কেশবপুর থানায় সুকদেব রায়,মনিরামপুর থানায় রজিউল্লাহ খান,চৌগাছা থানায় রেজাউল করিম এবং ঝিকরগাছা থানায় দায়িত্ব পেয়েছেন শাহ জালাল আলম।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি )ও লটারির মাধ্যমে বদলি করা হয়।পরপর দুই স্তরে এই রদবদলকে নির্বাচনকালীন সময়ে প্রশাসনে নিরপেক্ষতা ও জবাবদিহি আরও নিশ্চিত করার প্রক্রিয়া হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে,মাঠপর্যায়ের পুলিশের দায়িত্বশীল আচরণের ওপরই নির্বাচনকেন্দ্রিক শান্তিশৃঙ্খলা অনেকাংশে নির্ভর করে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন,লটারি পদ্ধতিতে পদায়ন নির্বাচনী এলাকায় যে ধরনের ‘সন্দেহের পরিবেশ’ তৈরি হয় তা অনেকটাই কমিয়ে দেবে। তারা মনে করেন,নতুন ওসিদের যোগদানের পর ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ,পূর্বের সংঘাতের ইতিহাস পর্যালোচনা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলার সার্বিক চিত্র নতুন করে মূল্যায়ন করা হবে। বিশেষ করে যশোরের সীমান্ত অঞ্চলে মাদক,চোরাচালান ও অপরাধচক্র নিয়ন্ত্রণে অভিজ্ঞ ওসিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পুলিশ সূত্র জানায়,নতুনভাবে দায়িত্ব পাওয়া ওসিদের দ্রুতই কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যোগদানের পর নির্বাচনী দায়িত্ব সম্পর্কিত ব্রিফিং,থানা পর্যায়ে বিদ্যমান টিম পুনর্গঠন,গোয়েন্দা নজরদারি জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণে প্রাথমিক পরিকল্পনা হাতে নেবেন।
জেলা পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে,নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি থানায় কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost