উজ্জ্বল রায় ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।এসময় লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—অজগর সাপ ১টি ( প্রায় ৭ ফিট লম্বা ),মেছো বিড়াল ১টি ( ধূসর ডোরাকাটা ),কালিম পাখি ৮টি (বেগুনি রঙের ), হাঁস ৪টি ( বিভিন্ন জাতের ), সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান ( মুখ পোড়া) ২টি এবং অজ্ঞাতনামা ৬টি।
বন অধিদফতর জানায়,এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost