মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর) জেলা প্রতিনিধি :: জামালপুর পৌরসভায় নাগরিক সেবার অংশ হিসেবে সড়কবাতি রক্ষণাবেক্ষণ,ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাতে সড়কবাতি না জ্বললে নাগরিকদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হয় এবং মসজিদে যাতায়াতসহ চুরি,ছিনতাই ও অন্যান্য অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। অপরদিকে, ময়লা-আবর্জনার কারণে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায় এবং বর্ষাকালে বৃষ্টির পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
তদুপরি, সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা এবং মৃত্যুর ক্ষেত্রে অবিলম্বে মৃত্যু নিবন্ধন করা বাধ্যতামূলক ও নাগরিক দায়িত্ব।
অতএব,উক্ত সেবাসমূহ যথাসময়ে গ্রহণ ও সমস্যা সমাধানের জন্য নিম্নোক্ত পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য পৌর কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এসংক্রান্তে দায়িত্বরত কর্মকর্তাদের যোগাযোগের নাম্বার প্রকাশ করেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নিয়তী রানী স্যানিটারী ইন্সপেক্টর জামালপুর পৌরসভা,০১৭১৫৪৭০৫৬৭। সড়কবাতির জন্য নুর মোহাম্মদউপঃ সহকারী প্রকৌশলী( বিদ্যুৎ )জামালপুর পৌরসভা ০১৭৫৩২৮৬৪১৫। ময়লা পরিস্কার ও শহর পরিচ্ছন্ন রাখার জন্য মোঃ শফিকুল ইসলাম সবুজ কঞ্জারভেন্সি ইন্সপেক্টর জামালপুর পৌরসভা০১৯১৬৬৪৫২৯৬।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost