উজ্জ্বল রায় ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ ও তা ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ নভেম্বর ) দুপুরে নড়াইল সদরের বুড়িখালী, চৌগাছা এলাকায় ইমরান হোসেনের গোডাউনে প্রায় সাড়ে ৪ লাখ টাকার পলিথিন জব্দ করে নড়াইল সেনাবাহিনী ক্যাম্প।
সূত্রে জানা গেছে ইমরান হোসেন নামের এক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো।সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন ব্যবসার কথা স্বীকার করেন। এসময় তালাবদ্ধ ঘর খুলে প্রবেশ করতেই বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি ২৫শো কেজির বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন ব্যবহার অনুপযোগী করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত।
মোঃ বদিউজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জানান নড়াইল জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost