উজ্জ্বল রায় ( নড়াইল) জেলা প্রতিনিধি:: নড়াইলের নড়াগাতীতে দুটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি শওকত চৌধুরীকে ( ৬৫ ) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার শওকত চৌধুরী নড়াগাতী থানার দেবদুন গ্রামের মৃত মুজিবুর চৌধুরী ওরফে গিরু মিয়ার ছেলে।
শুক্রবার ( ২৯ আগস্ট ) বিকেল ৫টার দিকে নড়াগাতী থানা পুলিশের এসআই মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করেন।
পুলিশ জানায়, নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি নওশের আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সরাফত আলী সবো বাদী হয়ে দুটি নাশকতা মামলা দায়ের করেন। এসব মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লাসহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তি নি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost