জাকির হোসেন হাওলাদার:: পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার( ৮১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার ( ১৬ আগস্ট )দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যোগীন্দ্র হাওলাদার রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখভাল করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। পরে স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।ভুক্তভোগীকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost