চন্দন মিত্র( দিনাজপুর )প্রতিনিধি:: দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১০মাস পর সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন বখতিয়ার আহমেদ কচি।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর )বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি )এর সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ ( ৬ নভেম্বর ২০২৫) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
এ বিষয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন,আমি চিঠি পেয়েছি। সামনে নির্বাচনে আমাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করবেন। ইনশাআল্লাহ, তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে নিয়ে কাজ করে যাব।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost