
চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি:: সরকারীভাবে কৃষকের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার কালোবাজারে পাচারকালে ৫শ বস্তা সার বোঝাই একটি ট্রাকসহ ১জনকে হাতে নাতে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়ন্দা শাখার ( ডিবি) সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিকালে সাংবাদিকদের বলেন সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় গত ২২জুলাই জেলা কোতয়ালী থানাসহ অত্র জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন পুলহাট বিসিআইসি( বাফার )সার গোডাউন থেকে কতিপয় চোরাকারবারী এক ট্রাক ইউরিয়া সার ( যাহার মুল্য ৬লক্ষ পঞ্চাশ হাজার টাকা ) অবৈধভাবে পাচারকালেহাতে নাতে আটক করা হয়।
বিকাল ৪টা ১৫মিনিটে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে সার ডেলিভারি নিতে আসা বোচাগঞ্জ থানার কেরাল গাঁও এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম ( ৩৮)কে সার বোঝাই ট্রাকসহ (যাহার রেজি নং ঢাকা মেট্রো -ট-২০-১৩৫৫) আটকের পর জিজ্ঞাসাবাদে পলাতক আসামী শামীম সহ অজ্ঞাতনামা ডিলার ও বাফার কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তির যোগসাজসে উক্ত সরকারী বরাদ্দকৃত সার গুলি কালোবাজারে পাচার করা হতো বলে জানাই।
আসামী মোঃ সাদেকুল ইসলাম এবং পলাতক আসামী শামীমসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।যাহার এফআইআর নং-১৪।
সার বহনকারী ট্রাকের চালক হাবীব বলেন আমি পাবনা থেকে ট্রাক লোড করে দিনাজপুরে এসেছি।এখানে এসে পুলহাট সার গোডাউন থেকে শামীম নামের একজন সার নিয়ে বোচাগঞ্জ পৌছায় দিতে বলেছে এর থেকে আমি আর কিছু জানি না।
পুলহাট সার গোডাউনের বিসিআইসি(বাফার)ইনচার্য মোঃ মাহাবুব আলমের সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। তবে প্রেসবিফিংএ পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় সার কালোবাজারীর সাথে জড়িতদের সকল তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost