প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৭ অক্টোবর সকালে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপি'র রানীগঞ্জের ডাঙ্গাপাড়া এলাকায় হাতপা বাঁধা অবস্হায় আব্দুল্লাহপাড়ার, মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মেহেদুল ইসলাম নামে একজন ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। অটোভ্যান ছিনিয়ে নিতে তাকে আগের রাতে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে পালিয়েছিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারিরা।
এই ক্লুলেস হত্যার ঘটনার কারন বের করতে এবং জড়িতদের গ্রেপ্তারে মামলাটি দিনাজপুর জেলার ডিবি পুলিশকে তদন্তভার অর্পন করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ সোহেল রানা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক জাহেদুল ইসলামসহ সংগীয় ফোর্স রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে লেচু মিয়া ( ৩৫) এবং ইদু মিয়া মন্ডল ( ২৫) নামে দুই হত্যাকারিকে গ্রেফতার করা হয় ।
ভ্যান চালককে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানোর দ্বায় স্বীকার করেছে তারা। পাশাপাশি তাদের দেওয়া তথ্য মতে ছিনতাই করা ভিকটিমের মোবাইল ফোনসহ ব্যাটারি চালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে।
লেচু মিয়া (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলা শেরপুর গ্রামের আব্দুল লতিফ ছেলে এবং ইদু মিয়া মন্ডল (২৫) একই এলাকার এনতাজ মিয়া মন্ডলের ছেলে। এছাড়াও হত্যায় জড়িত আরো দুইজন পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost