যশোর আজ বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

তৃতীয়বার মন্ত্রিপরিষদ গঠন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৮, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পোস্ট ডেস্ক :: টানা তৃতীয়বার মন্ত্রিপরিষদ গঠন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত মঙ্গলবার ( ২৬ অক্টোবর ) অটোয়ার সংসদভবনের রাইডু হলে মন্ত্রি পরিষদের সদস্যদের শপথ পড়ান গভর্নর জেনারেল মেরি মে সিমন। গতবারের মত এবারেও সংখ্যাগরিষ্ঠ আসন থেকে বঞ্চিত হয় লিবারেল পার্টি।

কানাডায় ট্রুডোর নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা হলেন,প্রধানমন্ত্রী- জাস্টিন ট্রুডো,উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী -ক্রিস্টিয়া ফ্রিল্যন্ড,পরিবহন মন্ত্রী-ওমর আলগাবরা, জাতীয় প্রতিরক্ষা মনত্রী-অনিতা আনন্দ, মিনিস্টার অব মেন্টাল হেলথঅ্যান্ড িএডিকশনস অ্যাসোসিয়েট মিনিস্টার অব হেলথ-ক্যারেলিন বেনেট,কৃষি ও খাদ্যমন্ত্রী- মারি ক্লদ বিবেউ, কানাডার কুইন্স প্রিভি কাউন্সিলের প্রেসিডেন্ট ও জরুরি প্রস্তুতি বিষয়কমন্ত্রী- বিল ব্লেয়ার,পর্যটন ও সহঅর্থমন্ত্রী- র‌্যান্ডি বোয়াসনল্ট,উদ্ভাবন,বিজ্ঞান ও শিল্পমন্ত্রী-ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন,স্বাস্থ্যমন্ত্রী-জিন-ইভেস ডুকলোস, ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট-মোনা ফোর্টিয়ার,অভিবাসন,শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী-শন ফ্রেজার, পরিবার,শিশু ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী-কারিনা গোল্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী-স্টিভেন গিলবল্ট, আদিবাসী সেবা এবং উত্তর অন্টারিওর ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সঙস্থার দাযিত্বপ্রাপ্তমন্ত্রী-প্যাটি হাজদু,হাউস অফ কমেন্স সরকারের নেতা- মার্কহল্যান্ড,আবাসন ওবৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়কমন্ত্রী-আহমেদ হুসেন,গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী- গুডি হাচিংস,নারী,লিঙ্গ সমতা ও যুবমন্ত্রী- মার্সি আইন। এছাড়ও-



দক্ষিণ অন্টারিওর ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী: হেলেনা জ্যাকজেকের,পররাষ্ট্রমন্ত্রী :মেলানি জোলি,সিনিয়র মন্ত্রী: কমল খেরা, বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল: ডেভিড ল্যামেটি, আন্তঃসরকার বিষয়ক, অবকাঠামো ও কমিউনিটি বিষয়কমন্ত্রী: ডমিনিক লেব্লাঙ্ক, জাতীয় রাজস্বমন্ত্রী: ডায়ান লেবুথিলিয়ার,

ভেটেরান্স বিষয়কমন্ত্রী ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ক সহযোগী মন্ত্রী: লরেন্স ম্যাকওলে, জননিরাপত্তা বিষয়কমন্ত্রী: মার্কো মেন্ডিসিনো, মিনিস্টার অব ক্রাউন-ইন্ডিজেনাস রিলেশন: মার্ক মিলার, মৎস্য,মহাসাগর ও কানাডিয়ান কোস্টগার্ড বিষয়কমন্ত্রী: জয়েস মারে, আন্তর্জাতিক বাণিজ্য, রফতানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী: মেরি এনজি, শ্রমমন্ত্রী :সিমাসও রেগান, মিনিস্টার অব অফিসিয়াল লেঙ্গুয়েজ অ্যান্ড মিনিস্টার রেসপনসিবল ফর দ্য আটলান্টিক কানাডা অপরচুনিটিস এজেন্সি: জিনেট পেটিটপাস টেলর।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করলো জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। নির্বাচনে ১৬০টি আসন পেয়েছে লিবারেল পার্টি। ফলে লিবারেলকে এবারও ‘সংখ্যালঘু সরকার’ গঠন করতে হলো। কারণ কানাডার হাউজ অব কমন্স সংসদের মোট আসন সংখ্যা ৩৩৮টি। এককভাবে কোনো সরকার গঠন করলে প্রয়োজন ১৭০টি আসনের। আর মাত্র ১০টি আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারতো ট্রুডোর দল।

নির্বাচনে কনজারভেটিভ পার্টি ১১৯ টি, ব্লক কুইবেক ৩২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি ২৫ টি, এবং গ্রিন পার্টি ২টি আসনে জয় লাভ করে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত