
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০৩ জন ঢাকার এবং ৪৮ জন ঢাকার বাইরের। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ৫২৩ জন ঢাকার। বাকি ১৩৯ জন ঢাকার বাইরের অন্য বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ হাজার ৭৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost