যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের অভিযানে সাহেরা খাতুন ওরফে ছায়রা খাতুন ( ৫৯ ) নামের নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,এস আই শেখ শাহিনুর রহমান,এস আই সোলায়মান আক্কাস ও এস আই রইস আহমেদ সঙ্গীয় ফোর্স সহায়তায় বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনাকালে পশ্চিমপাড়ার জৈনক ইঞ্জিঃ হুমায়ন কবিরের বাড়ীর পশ্চিম পাশে বেনাপোল পুরাতন বাস স্ট্যান্ডগামী গলির ভিতর হতে ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৮,৫০০ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান, গ্রেফতার হওয়া নারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেনাপোল পোর্টথানায় মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost