শুভশ্রী গঙ্গোপাধ্যায় নতুন বছর শুরু করলেন রাজ চক্রবর্তীকে আদর,সোহাগ ও আশ্লেষে ভরিয়ে দিয়ে। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভেজা চুমু খেলেন রাজকে।নতুন বছরে কী রোম্যান্টিকতা ! এমনিতেই সারাক্ষণ তারা এক অপরকে চোখে হারান।
পিছনে নতুন বছরের শুভেচ্ছায় আলোয় আলোয় ঝলমলে। তার মধ্যেই লাল টুকটুকে লেদার ফিনিশ অফ শোল্ডার গাউনে শুভশ্রী রাজকন্যে। রাজের পরনে কালো লেদার ফিনিশ জ্যাকেট। নায়িকার পায়ে স্পোর্টস শ্যু দেখে যদিও অনুরাগীরা হাল্কা কটাক্ষ ছুঁড়েছেন।
দাবি, ‘জুতোটা গোল দিয়ে দিল!’ সবুজ মাঠে তখন অন্ধকার নেমেছে। সেই অন্ধকার তাড়িয়েছে আলোর রোশনাই। আতসবাজি দিয়ে লেথা ‘হ্যাপি নিউ ইয়ার’। একটু করে বাজি পুড়েছে। ধোঁয়ায় ঢেকেছে তারকা দম্পতিকে। দম্পতি ততই ডুবেছেন পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost