যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামীলীগের ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ( ৪ঠা মে ) রাত ৯ টার পরে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে একটি জোয়ার আসর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ৫ই আগষ্টে হাসিনা সরকার পতনের পর এরা গ্রেফতারের আতঙ্কে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল বলে জানা গেছে।
আটককৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন,উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী,উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার,বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।
পুলিশ জানান,গোপন সংবাদে অভিযান চালিয়ে পলাতক ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমুলক একাধিক মামলা রয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে। ৫ই আগস্টের পর এরা গ্রেফতার আতঙ্কে এলাকা থেকে বাইরে অবস্থান করছিলো বলে তিনি আরো জানান।