চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: জনসেবা নিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার এবং জনদূর্ভোগ কমাতে জনগণের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন( দুদক )এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ( ১০ নভেম্বর )সকাল ৯টায় দিনাজপুর শহরের শিশু একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার( তদন্ত )মুহাম্মদ আলি আকবর আজিজি।
গণশুনানিতে অভিযোগকারী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ডেকে শুনানিঅন্তে তৎক্ষণাৎ সমাধান দিয়ে অভিযোগ নিষ্পত্তি করা হয়।
জেলা নির্বাচন কমিশন অফিস,পাসপোর্ট অফিস,জেলা স্বাস্থ বিভাগ,বিআরটিএ অফিসে জন হয়রানির অভিযোগ বেশি পরিলক্ষিত হয়।এছাড়াও নেসকোর সাবেক এক কর্মকর্তার দুর্নীতির অভিযোগ,হাবিপ্রবির নিয়োগ বাণিজ্যর অভিযোগ, দিনাজপুর শিক্ষা বোর্ড,জেলা শিক্ষা অফিস ,হোমিও কলেজ,সেটেলমেন্ট অফিস,এলজিইডি অফিস,জেলা সাব রেজিস্ট্রি অফিসসহ দিনাজপুর সদরের জনসম্পৃক্ততা রয়েছে এমন সব অফিসের কর্মকর্তা ও অভিযোগকারীদের উপস্থিতে অভিযোগের সমাধান ও নিষ্পত্তি করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(প্রতিরোধ)মোঃ আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় অঞ্চলের পরিচালক মহাং নুরুল হুদা,পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
গণশুনানি অনুষ্ঠানটির সভাপতি ও মডরেটর ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।এসময় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost