বিশেষ প্রতিবেদক :: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নজরুল ইসলাম ও উপ-সহকারী পরিদর্শক ( এএসআই ) সাইদুর রহমান।
জানা যায়, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাচ্ছিলো। পথে মেহেরপুর অভিমুখে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost