বেনাপোল প্রতিনিধি :: আমদানি কারক প্রতিনিধির কাছ হতে ঘুষের ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ কালে দুদুকের অভিযানে বেনাপোল কাস্টমস হাউসের ৬নং গ্রুপের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার (৪০) ও তারসহযোগী এনজিও কর্মী হাসিবুল ( ৩৫) আটক হয়েছেন।
সোমবার( ৬ অক্টোবর ) বিকালে বেনাপোল কাস্টমস হাউস ভবন থেকে অবৈধ্য ঘুস গ্রহণের সময় ঐ দুই জনকে হাতে নাতে আটক করে দুদকের যশোর কার্যালয়ের তদন্ত দল।
দুর্নীতি দমন কমিশন ( দুদক ) এর যশোরের উপ-পরিচালক সালাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন( দুদক ) যশোরের সমন্বিত কার্যালয়ের তদন্ত দল,কাস্টমস কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন দুদুকের অভিযানে রাজস্ব কর্মকর্তার সহযোগীর আটকের সত্যতা নিশ্চিত করেন। সংবাদ লেখা কালীন সময়ে জব্দকৃত টাকা গণনাসহ সংশ্লিষ্ট কার্যক্রম চলছিলো।
উল্লেখ্য দীর্ঘদীন ধরেই বেনাপোল কাস্টমস হাউসের একাধিক অসাধু কর্মকর্তা নানা কৌশলে আমদানিকারকদের পণ্য খালাস নেওয়ার জন্য দাখিলকৃত ফাইল আটকিয়ে অবৈধ্য ঘুসের টাকা দাবী করে আমদানিকারক প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের হয়রানী করে আসছিলো।
এসংক্রান্তে একাধিক পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলেও কোন পদক্ষেপ নেইনী বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষসহ এনবিআর। অবশেষে দুর্নীতি দমন কমিশনের সফল অভিযানে আমদানীকারকদের দীর্ঘদীনের অভিযোগ কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ্য ঘুসের টাকা চেয়ে হয়রানী হওয়া তা প্রমানিত হলো।
বেনাপোল কাস্টমস হাউসের নারী রাজস্ব কর্মকর্তা দুদুকের অভিযানে আটকের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost