স ম জিয়াউর রহমান:: 'মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ' শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে 'চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব'২৫ এর ৬ষ্ঠ দিন আজ ১৯ নভেম্বর'২৫ মঙ্গলবার মূল মিলনায়তনে ছিলো ‘ফায়ার’।
সুমন টিংকু রচিত শামসুল কবীর লিটন নির্দেশিত নাটকটিতে দেখা যায় একজন নারী, আপোষহীন, অকুতোভয়, আদর্শের প্রতি সীমাহীন এবং দ্বিধাহীন আনুগত্য নিয়ে কীভাবে জোটবদ্ধ অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যান।
অবিচল সংগ্রামের আগুনপথে সেই নারী কী কী বলিদানের বিনিময়েও নি:শঙ্কচিত্তে তাকায় সত্যের দিকে, তারও আখ্যান ‘ফায়ার’।
অভিনয়ে অংশ নেন শামসুল কবীর লিটন, রহিমা খাতুন লুনা ও সুমন টিংকু। সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী গৌরি নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে সুরধ্বনী মিউজিক একাডেমি।
মূকাভিনয় "ওয়ান ওয়ে" পরিবেশন করে "প্যান্টোমাইম মুভমেন্ট " ও নৃত্যনাট্য" প্রকৃতির মায়াজাল পরিবেশন করবে নৃত্যভূমি। নৃত্য পরিচালনায় জাকির তমাল।
আজ ২০ নভেম্বর'২৫ সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে "ফায়ার নাটকটি আবারও মঞ্চস্থ হবে।সন্ধ্যে ৬ টায় দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost