
মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পূজা মন্ডপ গুলো ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে এখন চলছে রংয়ের কাজ।
গৌরীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী দুর্গা বাড়ি পূজা মন্দিরে গেলে দেখা যায় প্রতিমার রঙের কাজ চলছে এ সময় মৃৎ শিল্পী সুখেশ পালের সাথে কথা হয়। তিনি বলেন এ বছর তিনি প্রায় ১০ থেকে ১২ টি প্রতিমার অর্ডার পেয়েছেন সবগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে তুলনামূলক ভাবে এইবার কাজের চাপ একটু বেশি ।

দুর্গা বাড়ি মন্দির কমিটির সভাপতি পলাশ কান্তি বিশ্বাস জানান এ বছর আড়ম্বর ভাবে আমরা মায়ের পূজা করার চেষ্টা করছি, আমাদের মন্দিরের বড় এরিয়া থাকায় বিশাল আলোকসজ্জার মাধ্যমে আমরা এই বছর শারদীয় দুর্গোৎসব পালন করছি।এছাড়াও তিনি গৌরিপুরবাসী সহ সকলকে দুর্গা বাড়ির পূজা দেখার আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য গতকাল ১৫ অক্টোবর শুক্রবার শুভ মহালয়ার মাধ্যমে দেবিপক্ষের শুরু আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী থেকে ২৪ অক্টোবর বিজয়া দশমী ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সব শ্রেণীর বাঙালির মধ্যেও। মন্দিরে মন্দিরে চলছে সাঁজ সজ্জার কাজ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost