কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের নিখোঁজ মমিন ( ৪ ) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,গতকাল শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেতনারহাট খালে গোসল করতে এসে নিখোঁজ হয় শিশু মমিন।
আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ভোলার ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। রাতে অনেক খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যাচ্ছিল না।
রবিবার সকাল থেকে এলাকায় মাইকিং করছিল স্বজনেরা। এসময় যে স্থলে শিশু মমিন গোসল করতে এসেছিল সেখান থেকে প্রায় আধাকিলোমিটার দূরে হেতনারহাট খালে মরদেহ ভেসে উঠে।
স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফায়ার সাভির্সের সদস্যাদের খবর দেন। ফায়ার সাভির্সের সদস্যরা এসে খাল থেকে মরদেহ উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost