
আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার বড়পুল হরিনার বিলের কচুরিপানা নীচ থেকে বিরেন্দ্র নাথ সাহা ( ৬৫ ) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদ ( ৬নং ওয়ার্ড ) সদস্য নজরুল ইসলাম শেখ বলেন, সকালে স্থানীয়রা ওই স্থানে বিরেন্দ্র নাথ সাহার মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখা যায়। বিরেন্দ্র নাথ সাহা একজন অটোবাইক চালক ছিলেন। তাকে হয়ত শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে অটেবাইকটি নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিরেন্দ্র নাথ সাহা নামের এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost