মোঃ শিহাব উদ্দিন ( গোপালগঞ্জ ) জেলা প্রতিনিধি:: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১১ আগস্ট )সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলার সকল সম্মিলিত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি গোটা সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা প্রমাণ করে, সত্য ও স্বাধীন সাংবাদিকতাকে দমন করার জন্য ভয়ঙ্কর শক্তি সক্রিয়। বক্তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost