সিনিয়র রিপোর্টার :: জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হয়েছেন আসাদুর রহমান কিরণ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার ( সিটি করপোরেশন ) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।
গত সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করার পর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost