শীত এলেই গাছিরা ব্যস্ত হয়ে পড়েন রস সংগ্রহ কাজে।পড়ে যায় খেজুর গাছ কাটার ধুম।চিরাচরিত সনাতন নিয়মেই রাতভর মাটির তৈরী ভাড়ে রস সংগ্রহ করেন। ভোরের আলো ফোটার আগেই গাছিরা গাছে ওঠে ভাড় থেকে রস সংগ্রহ করে বাসায় আনেন। তারপর শুরু হয় সেই রস জ্বালিয়ে গুড় তৈরীর কার্যক্রম।বিশেষ কৌশলে প্রকার ভেদে তৈরী করা হয় গুড়,পাটালি ও নলেন গুড়। যশোরের খাজুরা, চৌগাছা ও ছাতিয়ানতলায় সবচেয়ে বেশি খেজুরগুড় উৎপাদন হয়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান,বিশুদ্ধ খেজুর রস-গুড় উৎপাদনে জেলার ৬০ গাছিকে কৃষি বিভাগের পক্ষ হতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।বৃহত্তর যশোর জেলার জীব বৈচিত্র সংরক্ষন ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়ণ প্রকল্পের আওতায় এ অঞ্চলে কযেক লাখ খেুজুর গাছের চারা রোপন করা হয়েছে।
যশোরের ইতিহাস হতে জানা যায়,সে সময় প্রায় ৫শোর অধিক চিনি কারখানা গড়ে ওঠেছিলো।তখন কলকাতা বন্দর দিয়ে যশোরের উৎপাদিত চিনি বিদেশে রপতানি করা হতো। এরপর আখ হতে সাদা চিনি উৎপাদন শুরু হলে খেুজুর গুড় হতে চিনি উৎপাদনে ধস পড়ে যায়।বনবিভাগ জানিয়েছে যশোর অঞ্চলে খেুজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এতিহ্য ধরে রাখতে সরকারের বনভিভাগের উদ্যেগে খেুজুর গাছ রোপনের কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost