
স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
যা বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার উপক্রম ঘটাতে পারে।
এ ব্যাপারে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন। এ ঘটনায় তিনি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ আরও অজ্ঞাতনাম ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost