চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: কোটি কোটি মানুষের হৃদয়ের স্পদন,গণতন্ত্রের মানস কন্যা,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ;দিনাজপুর ২আসনের( বিরল,বোচাগঞ্জ )বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল,বোচাগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় সদকায়ে জারিয়া সম্পন্ন করেন এবংএর অংশ হিসেবে ছাগল প্রদান করেন।
বৃহষ্পতিবার ( ৪ নভেম্বর ) তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন ।
এ সময় বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন,সাধারন সম্পাদক সুলতান মাহামুদ,সহ সভাপতি এডভোকেট আব্দুল বাকি,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সাঈদ মন্ডল,পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম,সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিরলে এমপি প্রার্থী পিনাক চৌধুরীর মাদ্রাসায় সদকায়ে জারিয়ার কার্যক্রমে ছাগল প্রদানের পর তার উপস্থিতিতে মাদ্রাসার এতিম শিশুদের সাথেনিয়ে পৃথক পৃথক ভাবে প্রতিটি মাদ্রাসায় মোনাজাত পরিচালনা করেন মুহতামিমবৃন্দ।পরে বোচাগঞ্জ উপজেলায় আরো দুইটি মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে পিনাক চৌধুরীর সদকায়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost